
প্রকাশিত: Tue, Mar 21, 2023 3:48 PM আপডেট: Tue, May 13, 2025 7:20 PM
অনিমেষের হাজং ভাষা ও বাংলার মিশ্রণে গাওয়া গানটি কেন অপরাধী হবে
অজয় দাশগুপ্ত : কোক স্টুডিও তরুণ-তরুণীদের গানমুখী করে তুলছে। কিছুদিন আগে সিডনিতে এসেছিলো ওরা। পথ প্রডাকশন এখানকার তারুণ্যের একটি গৌরবময় দল। তাদের সৌজন্যে সেদিন অর্ণব, পান্থ কানাই, সুনিধিসহ যন্ত্রী দলের জনপ্রিয়তা চোখে দেখার সুযোগ হয়েছিল। বিগত ছাব্বিশ বছরে সিডনিতে বহু খ্যাতিমান গায়ক গায়িকার শো দেখেছি। নিজে কিংবদন্তি মান্না দে সহ গুণী শিল্পীদের অনুষ্ঠান উপস্থাপন করার বিরল সুযোগ পেয়েছি। সাবিনা, সুমন, নচিকেতা থেকে অদিতি মহসীন, শুভমিতা, অঞ্জন দত্ত কে না এসেছেন। বুকে হাত দিয়ে বলা যাবে তারুণ্যের এমন উচ্ছ্বাস দেখেছেন কেউ? প্রতিটি গানের সঙ্গে এভাবে কণ্ঠ মেলানো? গান ভালো না খারাপ মানদন্ডের আমরা কোন মাপিয়ে? সময় বিচার করবে তার। কিন্তু যা দেখেছি তা হলো তারুণ্যের জয়জয়কার ও আনন্দময় গান যাত্রা। ওদের নিয়ে একটা লেখা দিয়েছিলাম সিডনি ভিত্তিক প্রশান্তিকায়। এখানকার অনলাইন মিডিয়া প্রশান্তিকার সম্পাদক শুভ আমাকে জানিয়েছে ইতোমধ্যে এই সামান্য লেখাটি চার শতাধিক শেয়ার হয়েছে। লেখাটি পাঠ করার পর পান্থ কানাইয়ের গর্ভধারিণী জননী কথা বলেছেন আমার সঙ্গে। বর্তমান সময়ের জনপ্রিয় সেলিব্রিটি গায়ক অর্ণব এবং সুনিধি নায়েক পান্থ কানাই শেয়ার করেছে তাদের সামাজিক মিডিয়ায়।
এ লেখা তাদের জন্য কিছুই না। এই প্রচার তাদের জৌলুশ ও আলোর কাছে নেহাৎ মাটির প্রদীপ। কিন্তু ওই যে ওরা তরুণ-তরুণী তাই জটিলতা জানে না। যা ভালোবাসে ভালোলাগে তাই জানায় সবাইকে। এত কথা লিখলাম একটি কারণে। অনিমেষ ছেলেটিকে আমি সরাসরি দেখিনি। চিনিও না। কিন্তু সে যে ভালো গায় এবং গাইবে তা এখন সত্য। সম্প্রতি তার গাওয়া একটি গানের ভাষা, ও আয়োজন নিয়ে কূটতর্কের দুয়ার খুলেছেন অনেকে। যেন কী এক ভয়াবহ বাংলা প্রেমে ভেসে যাচ্ছে আমাদের দেশ। যে দেশে একটি নাটকে ও প্রমিত শুধু বাংলা সংলাপ বলার রেওয়াজ নেই, যে সমাজে এমপি মমতাজের গাওয়া বাংলা গানের কথা, বন্ধু যখন হাইট্টা যায়, ফাইট্টা যায়, সিনেমার গানের কথা, লাখো বছর জিন্দা রহে সাচ্চা মহব্বত, প্রেম আমার জিন্দেগী প্রেম ইবাদত। সে দেশে অনিমেষের হাজং ভাষা ও বাংলার মিশ্রণে গাওয়া গানটি কেন অপরাধী? বিজ্ঞ মেধাবী গুণীজনেরা এতো কিছু জানেন অথচ ইউনিটি ইন ডাইভার্সিটি মানেন না?
সমাজে হাজং গারো সাঁওতাল পাহাড়ি সমতলের মানমানুষ আছেন থাকবেন। ওপার বাংলা থেকে ভেসে আসা জনপ্রিয় গান লাল পাহাড়ির দেশে যা গাইতে খুব ভালো লাগে আমাদের, অথচ সে গানেও আছে ইতান তরে মানাইছে না রে...বা ওই গানটি, ঝিরি ঝিরি বাঁকা লদী বইছে বারো মাস? সমস্যা কী কানে না চোখে না মনে বুঝি না। এটা বুঝি অনিমেষ ও সোহানা হিট, সুপার হিট। মানে গান ও সঙ্গীত হিট। লেখক: কলামিস্ট
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
